হুড়া: পুরসুদা গ্রামের বিজেপির সক্রিয় কার্যকর্তা বাবুনাথ হেমব্রমের মা মারা যান,তার বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস প্রধানের
Hura, Purulia | Sep 29, 2025 পরিবারের পাশে থাকার আশ্বাস প্রধানের।হুড়া থানার পুরসুদা গ্রামের বিজেপির সক্রিয় কার্যকর্তা বাবুনাথ হেমব্রমের মা দিন কয়েক আগে মারা যান।সোমবার রাত্রী সাড়ে আটটার সময় সেই কার্যকর্তার বাড়িতে গিয়ে সব রকম সাহায্য করা ছাড়াও আগামী দিনে পাশে থাকার আশ্বাস দেন হুড়া গ্রাম পঞ্চায়েত প্রধান তথা কাশীপুর ১ নং মন্ডলরের সভাপতি সন্দিপ সিং সর্দার। তিনি বলেন আমরা যারা বিজেপি করি আমরা একটি পরিবার।আর পরিবারের কিছু হলে আমাদের পাশে থাকতেই হবে।আজকের প্রতিবেদনে সেই চিত্রই তুলে ধরা হল।