কাশীপুর: বুথ মজবুত করার লক্ষ্যে বিজেপির সাংগঠনিক বৈঠক কাশীপুরে,উপস্থিত কাশীপুর বিধানসভার বিধায়ক
বুথ মজবুত করার লক্ষ্যে বিজেপির সাংগঠনিক বৈঠক কাশীপুরে।সোমবার রাত্রী সাড়ে আট টার সময় কাশীপুর বিধানসভা কার্যালয়ে তিন টি মন্ডলের মন্ডল সভাপতি সহ দলের সমস্ত সক্রিয় কার্যকর্তাদের নিয়ে আয়োজিত হয় সাংগঠনিক বৈঠক। ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুথ মজবুত করার লক্ষ্যে সবাইকে একজোট হয়ে লড়াই করার ডাক দেয় নেতৃত্বরা।দলের সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাঁসদা বিজেপির জেলা সহ সভাপতি রাজেশ চিন্না সহ অন্যান্য নেতৃত্ব।আজকের প্রতিবেদনে সে