নাকাশিপাড়া: মহিলা সমিতি পরিচালিত পরিচালিত ভেড়ামারা সার্বজনীন পুজোয় উদ্বোধন করলেন সাংসদ জগন্নাথ সরকার
নাকাশিপাড়া বেথুয়াডহরি পশ্চিম জগদানন্দপুর ভেড়ামারা  মহিলা সমিতি পরিচালিত উদ্বোধন করলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। বিজেপি নাকাশিপাড়া মন্ডল ওয়ানের বিজেপি সম্পাদিকা  পাপিয়া সরকার সিংহর পারিচালিত এই পুজো। এ বছর তাদের পঞ্চম বর্ষ পদার্পণ করলো পূজোর বাজেট ৫০ থেকে ৬০ হাজার টাকা প্রায়। পদ্ম ফুল দিয়ে মায়ের পুজোর করলেন এবং ফিতে কেটে প্রদীপ জেলে পুজোর শুভ উদ্বোধন করলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার।