ব্যারাকপুর ২: ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের জাফরপুর ফায়ারিং রেঞ্জের কাছে পথ দুর্ঘটনা মৃত বাইক চালক
ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের কল্যাণীর দিক থেকে ব্যারাকপুরের দিকে আসা লেনে মোহনপুর থানার অন্তর্গত জাফরপুর ফায়ারিং রেঞ্জের কাছে পথ দুর্ঘটনার কবলে পড়ে একটি বাইক রবিবার সকালের গুরুতর আহত অবস্থায় বাইক চালককে ব্যারাকপুর ডাক্তার বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাও হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন বাইক চালককে। মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে মোহনপুর থানার পুলিশ।