নাকাশিপাড়া: সুখ সাগরে এক গৃহবধুর গলায় ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হল শক্তিনগর মর্গে
ঘটনাটি ঘটেছে নাকাশীপাড়া সুখ সাগর এলাকায়।এক গৃহবধূ মোসলিমা খাতুন তার শ্বশুরবাড়িতে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। বাড়ির লোকজন তাকে ঝুলন্ত দেখতে পেয়ে নাকাশীপাড়া থানায় ফোন করে। পুলিশ গিয়ে  তাকে উদ্ধার করে   বেথুয়াডহরি রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সেই মৃতদেহ নাকাশীপাড়া থানার মর্গে সারারাত রাখা হয়। আজ  সেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর মর্গে পাঠানো হয়।