নাকাশিপাড়া: নাকাশিপাড়া থানায় জি বাংলা সারেগামাপার  শিল্পী Sa-২০২৩ বিজয়ী Albert Kabo Lepcha’র অনুষ্ঠানে  গান গাইলেন IC
সদ্য সমাপ্ত হয়েছে দীপাবলি ও শ্যামা পূজা নাকাশিপাড়া থানায় মহা ধুমধামে হয়েছে সেই অনুষ্ঠান এর পরিসমাপ্তি পরেই অনুষ্ঠিত হয় প্রতিবছরের মতো এই বছরও নাকাশিপাড়া থানার আইসির প্রচেষ্টায় এবং নদীয়া পুলিশের উদ্যোগে সান্ধ্যকালীন বিচিত্রা অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রখ্যাত সঙ্গীত শিল্পী Sa Re Ga Ma Pa (India)-২০২৩ বিজয়ী Albert Kabo Lepcha’র তার অনুষ্ঠান মঞ্চস্থ করেন। এই অনুষ্ঠান মঞ্চে শ্রোতাদের গান শুনিয়ে মুগ্ধ করলেন আকাশীপাড়া থানার আইসিসি বিশ্বজিৎ ঘোষ।