পূর্বস্থলী ২: পূর্ববর্তী রাগ থেকে মারপিট অশান্তির ঘটনায় গ্রেপ্তার ৪, ধৃতদের তোলা হলো কালনা আদালতে
পূর্ববর্তী রাগ থেকে পূর্বস্থলী দু'নম্বর ব্লকের ঝাউডাঙ্গা একটি মারপিট অশান্তির ঘটনায় গ্রেফতার ৪। জানা গিয়েছে গত ৭ই অক্টোবর তারক ঘোষ সাথে চিরঞ্জিত ঘোষের পূর্ববর্তী বিবাদ নিয়ে একটি মারপিট অশান্তির ঘটনা ঘটে, উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়। উভয়পক্ষের তরফেই পূর্বস্থলী থানায় লিখিত অভিযোগ দায়ের হবার পর প্রথমে এই ঘটনায় দুজন গ্রেপ্তার হয়। পরবর্তী সময় আজ শুক্রবার তারক ঘোষ, রনি ঘোষ, বলাই ঘোষ এবং শ্যামল ঘোষ মোট চারজনকে গ্রেফতার করে পূর্বস্থলী থানার পুলিশ।