গাজোল: 4 চাকা পিকআপ গাড়ির ধাক্কা মোটর বাইক আরোহীরা জখম হয় ২ , দুর্ঘটনাটি ঘটে ২১ মাইল ৫১২নং জাতীয় সড়ক এলাকায়
Gazole, Maldah | Nov 28, 2025 পিকআপ গাড়ির ধাক্কা,মোটর বাইক আরোহীরা জখম দুই। এরপর স্থানীয়রা ওই জখম দুই মোটরবাইক আরোহীদের তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। জানা গিয়েছে মোটর বাইক আরোহী জখম নাম কৌশিক মন্ডল। বয়স ৩৫ বছর। বাড়ি গাজোলের শিক্ষক পল্লী গ্রাম এলাকায় তার হাতে ও বুকে চোট লেগে জখম হয়। ও আব্দুল শফিক। বয়স ৩৭ বছর বাড়ি গাজোলের দুর্গাপুর গ্রাম এলাকায়। দুর্ঘটনাটি ঘটে গাজোলের ২১ মাইল 512 নং জাতীয় সড়ক শুক্রবার সন্ধ্যা ছয়টা নাগাদ।স্থানীয় স