গোপীবল্লভপুর ২: ব্লক TMCএর নবনিযুক্ত নেতৃত্বদের রান্টুয়াতে সংবর্ধনা দিল তপশিয়া আনন্দময়ী মহিলা বহুমুখী প্রাথমিক সংঘ সমবায় সমিতি
গোপীবল্লভপুর-২ ব্লক তৃণমূলের পুনঃনির্বাচিত সভাপতি টিংকু পালকে সংবর্ধনা দিল তপশিয়া আনন্দময়ী মহিলা বহুমুখী প্রাথমিক সংঘ সমবায় সমিতি। শনিবার সংঘের পক্ষ থেকে পুনঃনিযুক্ত ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল,নবনিযুক্ত ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা শর্বরী অধিকারী,পুনঃনিযুক্ত ব্লক যুব সভাপতি অনুপম মল্লিক,নব নিযুক্ত মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পুষ্প নায়েক,পুনঃনিযুক্ত INTTUC সভাপতি বকুল খামরী কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হল