নাকাশিপাড়া: বীরপুরে সর্প দংশনে প্রাণ গেল এক মাদ্রাসা পড়ুয়ার, সাপের খোজে রেসকিউয়ার
ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া বীরপুরে । আবদার শেখের ছেলে মাদ্রাসার ২য় শ্রেনীর ছাত্র তোয়াজ শেখের । বয়স আট বছর। রাতে বিছানায় মা বাবার সাথে ঘুমিয়ে পরে। সকালে শরীরে অশ্বস্তি বোধ করে সে। বাড়ির লোকজন তাকে প্রথমে তাকে বেথুয়াডহরি হাসপাতালে , সেখান থেকে শক্তি নগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। তার দেহ বাড়ি নিয়ে এসে সমাধিস্থ করা হয়। খবর পেয়ে রেসকিউয়ার দীপঙ্কর চক্রবর্তী বীরপুরে তাদের বাড়ি যান।