স্বর্গীয় সতীলাল হাঁসদার স্মৃতির উদ্দেশ্যে দেড় লক্ষ টাকা ফুটবল ধামাকা হুড়ায়।হুড়া থানার লেদাডি জুমিৎ গাঁওতার উদ্যোগে শুক্রবার ও শনিবার দুইদিন ব্যাপি লেদাডি ফুটবল ময়দানে ১৬ টি দল নিয়ে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।শনিবার বিকাল সাড়ে চারটার সময় ফাইন্যাল খেলা হয়,সেখানে অংশগ্রহণ করে নপাড়া ফুটবল টিমের ও করমাট্যাঁড় ফুটবল টিম।জয়ী হয় কর্মাট্যাঁড় ফুটবল টিম।এইদিন সন্ধ্যা সাড়ে ছয়টার সময় কর্মাটাড় জয়ী দলের হাতে নগদ ৫৫ হাজার টাকা ও ট্রফি ও পরাজিত নপাড়া ফুটবল দলের হাতে ৪৫ হাজার টা