স্বরূপনগর: চারঘাট তদন্ত কেন্দ্রের দ্বিতল ভবনের শুভ সূচনায় বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হোসেন মেহেদী রহমান
বসিরহাট পুলিশ জেলার স্বরূপনগর থানার অধীনে চারঘাট তদন্ত কেন্দ্রের দ্বিতল ভবনের শুভ সূচনায় বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডাক্তার হোসেন মেহেদী রহমান | উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের অর্থনুকূলে তৈরি এই ভবনের দ্বার উদঘাটন করা হয় আজ ১৪ ই অক্টোবর দুপুর দুটো নাগাদ |বসিরহাট পুলিশ জেলার এসপি হোসেন মেহেদী রহমান শুভ সূচনা করেন ফলক উন্মোচনের মধ্য দিয়ে সাথে ছিলেন অ্যাডিশনাল পুলিশ সুপার পার্থ ঘোষ ,এসডিপিও অয়ন সাধু ,সি আই অভিষেক ব্যানার্জি, স্বরূপনগর সমষ্টি উন্নয়ন আধি