হরিহরপাড়া: প্রতিদিন বাড়ছে আইএসএফের প্রভাব! হরিহরপাড়ার স্বরূপপুরে আবারও ৫০০ কর্মী যোগদান ISF এ
প্রতিদিন বাড়ছে আইএসএফের প্রভাব! হরিহরপাড়ার স্বরূপপুরে আবারও একঝাঁক কর্মীর যোগদান, নওশাদ সিদ্দিকীর আদর্শে অনুপ্রাণিত নতুন মুখরা মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ায় দিনদিন জোয়ার উঠছে আইএসএফের পালে। বুধবার সন্ধ্যায় ফের এক বড়সড় যোগদান সভা অনুষ্ঠিত হয় স্বরূপপুর অঞ্চলের ইয়াদুল্লার মোড়ে। নওশাদ সিদ্দিকীর আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রায় ৫০০ জন কর্মী বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে আইএসএফে যোগদান করেন। এদিনের ‘অধিকার সমাবেশ’-এ উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা সহ সভাপতি