স্বরূপনগর: কৈজুরী নব উদয় সংঘের পরিচালনায় শ্যামা পূজা উৎসব- উপস্থিত বিধায়ক
সীমান্ত ঘ্যাসা স্বরূপনগর ব্লকের একেবারে সীমান্তবর্তী কৈজুরী গ্রাম পঞ্চায়েত এলাকার কৈজুরী নব উদয় সংঘের পরিচালনায় প্রতিবছরের ন্যায় এ বছরও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শ্যামাপূজায় মেতে উঠল এলাকাবাসী | সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ উপস্থিত ছিলেন স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীমতি বীনামন্ডল |এলাকার শাসক দলের একাধিক নেতৃত্ব থেকে শুরু করে বনগাঁ সাংগঠনিক জেলার জেলা সভাপতি বিশ্বজিৎ দাস |তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিধায়ককে সাথে নিয়ে ফিতে কেটে দর্শনার্