নাকাশিপাড়া: গান্ধীজীর ১৫৭ তম জন্ম দিবস পালিত হলো বীরপুর দুই অঞ্চল কংগ্রেসের উদ্যোগে
আজ গান্ধীজীর ১৫৭ তম জন্ম দিবস। সেই উপলক্ষে নাকাশিপাড়ার বীরপুর ২ নম্বর অঞ্চল কংগ্রেসের উদ্যোগে আজ পালিত হল তারজন্ম দিবস। তার প্রতিকৃতিতে মাল্যদান অর্পণ করেন নাকাশীপাড়া মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট ডঃ পিয়ালী এবং তাকে সহযোগিতা করেছেন নদীয়া জেলা সংখ্যালঘু সেলের ওয়ার্কিং প্রেসিডেন্ট খবির মোল্লা।