সাংগঠনিক বৈঠক বিজেপির ও কাশীপুর মন্ডল ৩ এর তালাজুড়ি ৫২ নম্বর বুথে কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক এবং বুথ ভেরিফিকেশন করা হয়।বুধবার রাত্রে ৮ টার সময় তালাজুড়ি বুথে ভোটার তালিকা নিয়ে নিয়ে কর্মীদের সাথে বিশেষ বৈঠক করে বিজেপির মন্ডল সভাপতি কৃষ্ণ হালদার সহ অন্যান্য নেতৃত্ব।আজকের প্রতিবেদনে সেই চিত্রই তুলে ধরা হল।