তৃণমূলের প্রস্ততি সভা লধুড়কায়।আগামী ২১ শে জানুয়ারি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক ব্যানার্জীর জন সভা আছে হুড়া থানার লধুড়কা চন্ডেশ্বরী ময়দানে।সেই উপলক্ষ্যে শুক্রবার মাঠের মধ্যেই হল তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা।উপস্থিত ছিলেন জেলা সভাপতি রাজীব লোচন সরেন সহ অন্যান্য নেতৃত্ব।এইদিন সন্ধ্যা সাড়ে সাত টার সময় মাঠ পরিদর্শনে আসেন এস পি বৈভব তেওয়ারী।আজকের প্রতিবেদনে সেই চিত্রই তুলে ধরা হল।