স্বরূপনগর: দওপাড়া বাজার সহ পার্শ্ববর্তী এলাকায় দীপাবলীর আগেই ব্যাপক পরিমাণ নিষিদ্ধবাজি উদ্ধার ,গ্রেফতার এক
গোপন সংবাদের সূত্র ধরে সরুপনগর থানার সাদা পোশাকের পুলিশ স্বরূপনগর দওপাড়া বাজার সহ পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকে নজর রাখছিল | ইতিমধ্যে বস্তা ভর্তি বিশাল পরিমাণের নিষিদ্ধ বাজী নিয়ে দওপাড়াবাজার এলাকায় ঢুকতেই পুলিশ প্রথমে ওই যুবককে আটকা করে এবং সাথে থাকা বস্তা তল্লাশি করায় সাথে সাথে বস্তা ভর্তি নিষিদ্ধ বাজি উদ্ধার হয় , পুলিশগ্রেফতার করে ওই যুবককে |আজ দুপুর দুটো নাগাদ গ্রেপ্তার হওয়া ওই বাজি ব্যবসায়ীকে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য বসিরহাট মহকুমা