মেখলিগঞ্জ: মেখলিগঞ্জে পুলিশে প্রবেশিকা পরীক্ষায় নকলের চেষ্টা, ধরে পড়ে কান্নায় ভাসালো দুই ছাত্রী
পুলিশে প্রবেশিকা পরীক্ষায় নকলের চেষ্টা, ধরে পড়ে কান্নায় ভাসালো দুই ছাত্রী। রবিবার রাজ্যজুড়ে অনুষ্ঠিত হয় পুলিশের নারী ও পুরুষ বিভাগে নিয়োগের প্রবেশিকা পরীক্ষা। অন্যান্য কেন্দ্রের মতো মেখলিগঞ্জ ব্লকের বেশ কয়েকটি স্কুলেও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হলেও মেখলিগঞ্জ হাইস্কুলে ঘটে ব্যতিক্রমী ঘটনা। নকলের চেষ্টা ধরা পড়ায় দুই পরীক্ষার্থীকে কেন্দ্রেই প্রবেশ করতে দেওয়া হয়নি। ঘটনাটি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।