গোঘাট ২: গোঘাটের বেলে পাড়া এলাকায় গান গাইলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী।
গোঘাটের বেলে পাড়া এলাকায় গান গাইলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালী বাগ। কখনো তিনি গান করেন তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেব না আবারও তিনি গান করেন এ দেখাই শেষ দেখা নয়তো।