গাজোল: ভোটার অধিকার রক্ষার্থে SIR প্রতিবাদে মহা মিছিল পদ যাত্রা হয়ে গেল গাজোল ৫ পাড়া এলাকায় থেকে ৮১ নং জাতীয় সড়ক এলাকায়
Gazole, Maldah | Nov 5, 2025 বাংলার ভোটর অধিকার রক্ষার্থে ও SIR চক্রান্তের প্রতিবাদে গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে মহা মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেলো। বুধবার বৈকেল পাঁচটা নাগাদ।এই তৃণমূল কংগ্রেসের মহা মিছিল কর্মসূচি অনুষ্ঠানের প্রথমে গাজোল পাঁচপাড়া ফুটবল ময়দানে সেখানে জমাত হয়।এরপর সেখান থেকে তাদের তৃণমূলের নেতাকর্মীরা সকলে মিলে এস আই আর প্রতিবাদ কেন্দ্র করে একটি মহা মিছিল বের করে পাঁচপাড়া ৮১ নং জাতীয় সড়ক ধরে প্রতিবাদ মিছিলের স্লোগান দিয়ে প্রায় তিন কিলোমিটার রাস্তা প্রতি