ভাতার: ভাতারের রামপুর গ্রামে লক্ষ্মীপূজকে কেন্দ্র করে অনুষ্ঠিত হলো ছো নাচ
বৃহস্পতিবার ভাতারের রামপুর গুপ্ত বাড়ির লক্ষ্মীপূজোকে কেন্দ্র করে অনুষ্ঠিত হলো ছো নাচ যা দেখতে এলাকার কয়েক হাজার মানুষ হাজির হয়েছিলেন রামপুর গ্রামে। প্রশাসনের নজরদারি ছিল চোখে পড়ার মতো।