কুলতলি: ছয় দিনের ৩৬ তম বর্ষের সুন্দরবন কৃষ্টি মেলা অনুষ্ঠিত হলো
ছয় দিন চলা সুন্দরবন কৃষ্টি মেলা,আজ ছিল শেষ দিন।কুলতলির জামতলায় অনুষ্ঠিত হলো ৩৬ তম বর্ষের স্টার ক্লাবের এই মেলায়, যেখানে একাধিক প্রতিভার অধিকারীদের বিশেষ সম্মানে সম্মানিত করা হয়। এ বিষয় নিয়ে কর্মকর্তারা কি জানাচ্ছেন শুনুন তাদের কথা ।