কমলপুর: দুর্গাপূজার আগে ১০০ দিনের কাজের দাবিতে কমলপুর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল কিষান কংগ্রেস।
আজ বেলা একটায় ৪৫ কমলপুর ও ৪৬ সুরমা ব্লক কিষান কংগ্রেস ও অসংগঠিত শ্রমিক সংগঠন 'র পক্ষ থেকে মহকুমা শাসকের নিকট পুজোর পূর্বেই রেগা শ্রমিকদের ন্যূনতম দষদিনের কাজ দেওয়া অসংগঠিত শ্রমিকদের কাজ দেবার জন্য ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কিষান কংগ্রেসের কমলপুর ব্লক চেয়ারম্যান গৌতম দাস, সুরমা ব্লক 'র চেয়ারম্যান অমৃত দাস, কমলপুর ব্লক কংগ্রেসের সভাপতি দেবব্রত মালাকার, সুরমার সভাপতি রতন চন্দ।