মেখলিগঞ্জ: বগের ডাঙ্গা এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক মহিলা চা শ্রমিক
বৃহস্পতিবার রাতে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক মহিলা চা শ্রমিক। জামালদহ গ্রাম পঞ্চায়েত এলাকার বগের ডাঙ্গা এলাকার ঘটনা। জানা যায় আহত মহিলার নাম শেফালি নমদাস। তার বাড়ি মাথাভাঙ্গা ১ ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বুড়া-বুড়ি এলাকায়। তার স্বামী কমল নমদাস জানান, "তার স্ত্রী বগের ডাঙ্গা এলাকার একটি ফ্যাক্টারিতে চা শ্রমিকার কাজ করেন। এদিন কাজ শেষ করে ১৬এ রাজ্য সড়ক পারাপার করার সময় দ্রুত গতিতে আসা একটি চার চাকার গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়।