ব্যারাকপুর ২: ব্যারাকপুর খেলাঘর সংঘের পক্ষ থেকে আয়োজিত হলো শ্যামা পূজো উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতা
বর্তমান সময়ে শিশুদের শৈশব পড়াশোনার বই ও মুঠোফোনে বন্দী হয়ে পড়েছে যার ফলে তাদের শারীরিক এবং মানসিক বিকাশ অনেকটাই ব্যাহত হচ্ছে সেই কথা মাথায় রেখে ব্যারাকপুর খেলাঘর সংঘের পক্ষ থেকে প্রতিবছর শ্যামাপূজো উপলক্ষে আয়োজন করা হয় অংকন প্রতিযোগিতার চলতি বছরও শ্যামা পূজোর দিন আয়োজন করা হলো অংকন প্রতিযোগিতা ব্যারাকপুর খেলা হট সংঘে। চলতি বছর এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের অংশগ্রহণ করেন শতাধিক প্রতিযোগী এই দিনের অঙ্কন প্রতিযোগিতা নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর খেল