হুড়া: মোটরবাইক বন্ধক নিয়ে প্রতারণার অভিযোগ, বাইক ফেরত পেতে হুড়া থানার দ্বারস্থ গৃহবধূ
Hura, Purulia | Jan 13, 2026 মোটরবাইক বন্ধক নিয়ে প্রতারণার অভিযোগ। বাইক ফেরত পেতে থানার দ্বারস্থ গৃহবধূ। ঘটনা হুড়া থানার অন্তর্গত কুদলুং এলাকার। কুদলুং গ্রামের বাসিন্দা সুলোচনা মাহাত নামে এক গৃহবধূর অভিযোগ, গত বছরের জুলাই মাসে তিনি একটি মোটরবাইক বন্ধক রেখে প্রতিবেশী মধুসূদন মাহাতর কাছে ১০ হাজার টাকা ধার নিয়েছিলেন। পরে সুদে-আসলে ১২ হাজার টাকা ফেরত দেন। এরপরও মধুসূদন মাহাত বন্ধক রাখা বাইকটি ফেরত দেয়নি, বলে অভিযোগ। মঙ্গলবার হুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুলোচনা দেবী। অভিযোগের ভিত্তি