নাকাশিপাড়া: ষষ্ঠী তলা ঘোষপাড়ায় সারা রাত ব্যপী নক আউট ফুটবল প্রতিযোগিতা ১৬ দলের খেলা সমাপ্ত হল
ষষ্ঠী তলা ঘোষপাড়া নক আউট ফুটবল প্রতিযোগিতা হল ১৬ দলের খেলা সমাপ্ত হল। পশ্চিমবাংলার বিভিন্ন স্থান থেকে আসা নামিদামি দলগুলি এ খেলায় অংশগ্রহণ করে।  রানাঘাট ও শান্তিপুরের মধ্যে ফাইনালখেলা হয় আজ সকালে।  শান্তিপুর ১গোলে চ্যাম্পিয়ন হলো।  খেলা শেষে চ্যাম্পিয়ন এর হাতে ট্রফি তুলে দিলেন সুদীপ্ত সিংহ রায়।