মেমারি ১: মেমারিতে স্ত্রীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার স্বামী, আদালতে পাঠানো হলো, শুনুন কী বললেন ধৃত স্বামী
শুক্রবার রাতে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত ঘোষ গ্রামে শঙ্করপুর-কালনা রোড সংগল্ন পুকুরে একটি লাল চারচাকা অলটো নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে যায়। স্বামী সেখ মফিজুল জীবিত থাকলেও মৃত্যু হয় স্ত্রী।