উন্নয়নের পাঁচালী প্রচারের পর শুরু হল তৃণমূলের উন্নয়নের সংলাপ কর্মসূচি।আজ অর্থাৎ মঙ্গলবার বিকাল চারটে নাগাদ ভাঙ্গড়ের তাড়দহ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মুখ্যমন্ত্রীর ঘোষিত উন্নয়নের বর্ণনা দিতে উন্নয়নের সংলাপ কর্মসূচি শুরু হল পাড়ায় পাড়ায়। এলাকার মন্দিরে পুজো দিয়ে এদের এই কর্মসূচি শুরু হয় । উপস্থিত ছিলেন ভাঙ্গড় ১ নং ব্লক সভাপতি শাহজাহান মোল্লা পঞ্চায়েত সভাপতি ঝরনা মন্ডল সহ অঞ্চলের সমস্ত নেতৃত্ববর্গ।