নাকাশিপাড়া: বিল্লগ্রামে দমকা বাতাসে গাছ ভেঙে কারেন্টের তারে পড়ে বিদ্যুৎ বিভ্রাট , পরিষেবা চালুর পর প্রতিক্রিয়া পঞ্চায়েত সদস্যার
ঘটনাটি ঘটেছিল গতকাল শুক্রবার বিল্লগ্রাম চৌরাস্তার মোড়ের কাছে । সেখানে একটি বড় মরা গাছ ছিল। সেটি ঝড়ো দমকা বাতাসে ভেঙে পড়ে। বিদ্যুতের তারের উপর পড়ে তার ছিড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে এলাকা। এরপর খবর যায় বিদ্যুৎ দপ্তরে । খবর যায় নাকাশিপাড়া থানায়। নাকাশিপাড়া থানার এস আই হাসিবুল রহমান সেখানে চলে আসেন। বিদ্যুৎ দপ্তরে কর্মীরা এসে গাছটিকে সরিয়ে সেখানে বিদ্যুৎ চলাচল স্বাভাবিকের ব্যবস্থা করেন । আজ এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন পঞ্চায়েত সদস্যার।