স্বরূপনগর: ভিন রাজ্যে কাজে গিয়ে আক্রান্তের শিকার নির্মাণ গ্রামের বাসিন্দা আসারুল সানা কে উদ্ধার করে সারাফু নির্মাণ গ্রামীণ হাসপাতা
আক্রান্তের নাম- *আসারুল সানা। বাড়ি স্বরূপনগর থানা এলাকার *নির্মাণ* গ্রামে। অভিযোগ- *আসারুল সানা* শ্রমিকের কাজ করার জন্য। 15 দিন আগে *কেরালা* তে গিয়েছিল । কিন্তু সেখানে কাজ না হওয়ায় সে বাড়ি ফিরে আসছিল ট্রেনে করে। ফেরার সময় *উড়িষ্যার* *সরলা রোড স্টেশন* এ সে নামে ।সেখানেই কয়েকজন এসে * আসারুল সানা* কে মারধর করতে করতে তুলে নিয়ে যায় । মারধর করার সময় আসারুল সানা তার বাড়িতে ফোন করে জানিয়েছিল যে *আমাকে তোমরা বাঁচাও* তারপরই তার ফোন সুইচ বন্ধ হয়ে যায়।