গোপীবল্লভপুর ২: গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের ধড়াংরী সার্বজনীন ৬১ তম বর্ষের লক্ষ্মীপুজোর মন্ডপ দেখতে রাত্রে উপচে পড়ল মানুষজনের ভীড়
গোপীবল্লভপুর ২ ব্লকের ধডাংরী সর্বজনীন কোজাগরী লক্ষ্মী পুজার ষষ্ঠ দিনে মন্ডপ ও মেলা দেখতে ভিড় জমালেন প্রচুর সাধারণ মানুষ। এদিন রাতে রয়েছে কলকাতার শিল্পীর সাংস্কৃতিক অনুষ্ঠান।তাই গোপীবল্লভপুর ১ এবং ২ ব্লকের পাশাপাশি ঝাড়খণ্ডের প্রচুর মানুষ মেলা দেখতে জড়ো হয়েছেন। ঐতিহ্যবাহী ধডাংরী গ্রামের লক্ষ্মী পূজা এবছর... বর্ষে পদার্পণ করল।তাই এবছর আকর্ষণীয় মন্ডপ এর পাশাপাশি সাত দিনের মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।