সালানপুর: নিয়ামতপুরের বিষ্ণুবিহারে এক জায়গায় বসে এনুমারেশন ফর্ম বিলি, শুরু হলো তর্ক, প্রতিক্রিয়া জেলা শাসকের
নিয়ামতপুরের বিষ্ণুবিহারে এক জায়গায় বসে এনুমারেশন ফর্ম বিলি, শুরু হলো তর্ক, প্রতিক্রিয়া জেলা শাসকের এক জায়গাতে বসেই শিবির করে চলছে এনুমারেশন ফ্রম দেওয়ার কাজ। এক মহিলা বি এল ও র যুক্তি তিনি নাকি ফ্ল্যাটে উঠতে পারছেন না তার জন্যই ফ্ল্যাটের নিচে সকলকে ডেকে ফর্ম বিলি করছেন। যদিও নির্দেশ রয়েছে প্রতিটি বিএলও কে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ডিস্ট্রিবিউট করা এবং কালেকশন করা। কিন্তু আসানসোলের কুলটির বিষ্ণুবিহারে বুথ নম্বর ৯৯ ও ১০০ তে দুই বিএল ও এইভাবে ফর্ম বিতরণ করার