গোপীবল্লভপুর ২: এসআইআর প্রকৃয়া সহ নির্বাচন কে সামনে রেখে খাড়বান্ধি অঞ্চলে বৈঠক করল শাসক দল তৃণমূল,উপস্থিত সভাপতি ও মেন্টর
নির্বাচন কমিশনের এসআইআর প্রকৃয়ায় ভোটারদের এন্যুমারেশন ফর্ম ফিলাপের শেষ মুহূর্তের খোঁজখবর নিতে গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের খাড়বান্ধি অঞ্চল নেতৃত্বদের নিয়ে বিশেষ বৈঠক করল শাসক দল তৃণমূল। শনিবার ব্লক তৃণমূলের সভাপতি টিঙ্কু পাল,স্বপন পাত্র উপস্থিতিতে হয় এই বৈঠক। উপস্থিত ছিলেন অঞ্চলের সভাপতি বৈকুন্ঠ শীট সহ বিএলএ ২ রা। এদিনের বৈঠকে মুলত অঞ্চলে এন্যুমারেশন ফর্ম জমা পড়া ও নির্বাচন কে সামনে রেখে আলোচনা হয়।