মুরারই ১: মুরারইয়ের ভোট রক্ষা শিবির ও সহায়তা কেন্দ্রের বিশেষ পরিদর্শন করলেন সাংসদ শতাব্দি রায়
আজ ৭ই নভেম্বর শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত মুরারই এক নম্বর ব্লকের মুরারই সহ আশপাশ এলাকার বাংলার ভোটাধিকার রক্ষার্থে বাংলার ভোট রক্ষা শিবিরের ও সহায়তা কেন্দ্রের বিশেষ পরিদর্শন করলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। এদিন বিভিন্ন সহায়তা কেন্দ্র ও ভোট রক্ষা শিবিরের পরিদর্শন করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।এদিন শুক্রবার দুপুরের দিকে সেই চিত্র উঠে এসেছে আমাদের ক্যামেরায়।