নাকাশিপাড়া: বীরপুরে এক ব্যক্তির জমিতে দেড়শটি মেহগিনী গাছ কেটে দিয়ে যায় দুষ্কৃতীরা থানায় অভিযোগের উপর প্রতিক্রিয়া
ঘটনাটি ঘটেছে আজ গভীর রাতে বীরপুরে আজমৎ শেখের বাড়িতে।তার জমিতে ১৫০ টি মেহগিনি গাছ ছিল । গভীর রাতে দুষ্কৃতীরা এসে গাছগুলি কেটে দিয়ে চলে যায়। এরপর সকালে উঠে তিনি দেখতে পান গাছগুলি কাটা নাকাশিপাড়া থানায় এসে তিনি অভিযোগ জানালেন তারউপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য থানার বাইরে এসে তিনি তার প্রতিক্রিয়া দিলেন