রানিনগর ১: বাবলাবোনা গ্রামে স্করপিয়ো গাড়ির ধাক্কায় আহত ১
আজ রাতে বাবলাবোনা গ্রামে নিয়ন্ত্রণহীন স্করপিও গাড়ি ধাক্কায় আহত এক ব্যক্তির জানা গিয়েছে উক্ত ব্যক্তি বাবলাবড়া গ্রামের রাস্তা পারাপার করেছিলেন সে মত অবস্থায় একটি ইসলামপুরের দিক থেকে সজনি স্করপিও গাড়ি এসে ধাক্কা মারে ঘটনাস্থলে আহত হয় উক্ত ব্যাক্তি স্থানীয় লোকজনের তাৎপরতায় উদ্ধার করে নিয়ে নিয়ে আসা হয় স্থানীয় গ্রামের হাসপাতালে চিকিৎসার জন্য উক্ত আহত ব্যক্তিকে।