হুড়া: হুড়া ব্লকের বিভিন্ন মন্ডপ গিয়ে পূজা পরিক্রমা করলেন হুড়া BDO আরিকুল ইসলাম,উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি
Hura, Purulia | Sep 30, 2025 হুড়া ব্লকের বিভিন্ন মন্ডপে গিয়ে পূজা পরিক্রমা করলেন হুড়া বিডিও আরিকুল ইসলাম।মঙ্গলবার হুড়া ব্লকের প্রতিটি মন্ডপে হাজির হন এবং সকলের সাথে বসে বিভিন্ন মন্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেন। এইদিন সন্ধ্যা সাড়ে সাতটার সময় রখেড়া সার্ব্জনীন পূজা কমিটির পক্ষ থেকে বিডিও আরিকুল ইসলামকে ফুল ও উত্তরীয় দিয়ে বরন করেন উদ্যোক্তারা।উপস্থিত ছিলেন হুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অরুন পতি সহ অন্যান্যরা।আজকের প্রতিবেদনে সেই চিত্রই তুলে ধরা হল।