রাজ্য ভিত্তিক ২০২৫ অটল কবিতা ও সাহিত্য উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 25-26 2025 ইং উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগরে তারই রিভিউ মিটিং অনুষ্ঠিত হয় ধর্মনগর জিলা পরিষদের কনফারেন্স হলে। উপস্থিত ছিলেন, কালচারেল সেলের ত্রিপুরা রাজ্যের ভাইস চেয়ারম্যান সম্মানিত শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়। এই কমিটির মাননীয় চেয়ারম্যান শ্রদ্ধেয় শ্রী কাজল দাস মহোদয়। জেলা সভাধিপতি শ্রীমতি অপর্ণা নাথ মহোদয়া সহ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও বিশিষ্ট সমাজসেবী গণ।