কাশীপুর: ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নারায়নগড় গ্রামে BJP -র কর্মীসভা,উপস্থিত বিধায়ক কমলাকান্ত হাঁসদা
২০২৬ বিধান্সভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির কর্মীসভা।মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার সময় কাশীপুর ব্লকের নারায়নগড় গ্রামে অনুষ্ঠিত হয় কর্মীসভা।দলের কার্যকর্তাদের নিয়ে আয়োজিত হয় কর্মীসভা।উপস্থিত ছিলেন কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাঁসদা,জেলা নেতা স্বপন চৌধুরী সহ দুটি মন্ডলের মন্ডল সভাপতি।বিধায়ক কমলাকান্ত হাঁসদা বলেন বিধান সভা নির্বাচনকে সামনে রেখে বুথ ও দলকে শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত হয় কর্মীসভা। আজকের প্রতিবেদনে সেই চিত্রই তুলে ধরা হল।