মুর্শিদাবাদে বাবরি মসজিদ প্রসঙ্গে বিতর্কের ঝড়! ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে ঘিরে জেলাজুড়ে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক উত্তাপ। জানা গিয়েছে, ৬ই ডিসেম্বর মুর্শিদাবাদে জেলার ভিত্তি স্থাপন করবেন বলে ঘোষণা করেন হুমায়ুন কবির। সেই মন্তব্যকে কেন্দ্র করেই শুরু হয় ব্যাপক বিতর্ক। আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারের নির্দেশ জারি করা হয়েছে বলেও প্রশাসন সূত্রে খবর। তবে বিধায়ক হুমায়ুন কবির পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছেন।