ব্যারাকপুর ২: বরানগর মল্লিক কলোনি এলাকায় বিধ্বংসী আগুন ঘটনাস্থলে দমকল ও বরানগর থানা পুলিশ
বরানগর পৌরসভা এলাকার অন্তর্গত মল্লিক কলোনী এলাকায় একটি ভাড়া বাড়ি ভাড়া নিয়ে বিছানা তৈরীর বিভিন্ন সরঞ্জাম মজুদ করে রাখা হয়েছিল সেখানেই মঙ্গলবার দুপুরে আগুন লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা এরপর ঘটনাস্থলে ঘটনার খবর পেয়ে পৌঁছায় দমকল ও বরানগর থানার পুলিশ । স্থানীয় পৌর মাতা ডালিয়া মুখোপাধ্যায়ের অভিযোগ কোনরকম অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না এই গোডাউনে।