ভাতার: ভাতারের কালুকতাক গ্রামের একটি পুকুরে আগুন আতঙ্কের পর নতুন করে সাপের আতঙ্ক শুক্রবার,থানায় দ্বারস্থ গ্রামবাসী
ভাতারের কালুকতাক গ্রামের একটি পুকুরে আগুন আতঙ্কের পর নতুন করে সাপের আতঙ্ক শুক্রবার সাতটা ত্রিশ মিনিটে থানায় দ্বারস্থ গ্রামবাসী। ভাতারের কালুকতাক গ্রামে গত মঙ্গলবার হঠাৎ করে পুকুরে দাউ দাউ করে জ্বলছে আগুন। আগুন দেখে গোটা গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।