রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে মুর্শিদাবাদ জেলার ভরতপুর-১ নম্বর ব্লকের সিজগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনটি গুরুত্বপূর্ণ ঢালাই রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। মঙ্গলবার পল্লীশ্রী গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতে কেটে ও নারকেল ভেঙে এই প্রকল্পগুলির উদ্বোধন করেন ভরতপুর-১ ব্লকের বিডিও দাওয়া শেরপা। মঙ্গলবার দুপুরে জানা গিয়েছে, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে বাস্তবায়িত এই ঢালাই রাস্তা নির্মাণ করা হয়েছে।