নাকাশিপাড়া: বহিরগাছিতে ফ্রেন্ডস্ ক্লাবের দুদিনের ১৬ দলীয় বার্ষিক ফুটবল প্রতিযোগিতা- হল
ঐতিহ্য মন্ডিত বহিরগাছি ফ্রেন্ডস' ক্লাব' তাদের' বাৎসরিক' ফুটবল" প্রতিযোগিতা সুস্মিতা ভট্টাচার্য্য স্মৃতি ট্রফি (চ্যাম্পিয়নস্ ও রানার্স কাপ) হল। ১৭ই ও ১৮ই সেপ্টেম্বর" দুই" দিন ব্যাপী" বিরাট" নক আউট' ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় আজ শেষ দিন”। বহিরগাছি ফ্রেন্ডস্ ক্লাবের প্রতিযোগিতাটি হয় ১৬টি দলের মধ্যে। প্রত্যেক দলে অংশগ্রহণকারী খেলোয়ারের সংখ্যা ৯ জন (অতিরিক্ত ২ জন)।প্রত্যেক দলকে ফুটবল, জার্সি ও বুট আনে। প্রতিযোগিতার প্রবেশ মূল্য ৩০০১/- টাকা।