ব্যারাকপুর ২: বরানগরে স্বর্ণ ব্যবসায়ীকে খুন করে লুট সোনার সামগ্রী ঘটনা তদন্তে পুলিশ ঘটনাস্থলে নগর পাল
বরানগর শম্ভুনাথ দাস লেনে স্বর্ণ ব্যবসায়ী শঙ্কর জানাকে তার দোকানের মধ্যেই হাত-পা বেঁধে খুন করে সোনার জিনিস লুটপাট চালালো দুষ্কৃতীরা ।শনিবার দুপুরে ঘটা এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরলীধর সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্যান্য উচ্চ পদস্থ পুলিশ কর্তারা। নগরপাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান প্রথমে দুজন দুষ্কৃতী ঘটনাস্থলে ঢুকে পড়ে আরও দুজন দুষ্কৃতী ঘটনাস্থলে প্রবেশ করে এবং একজন বাইরে গোটা ঘটনার সময় পাহারা দি