মেমারি ১: আসমাতারা খাতুনের দেহ পাঠানো হলো ময়না তদন্তের জন্য, স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের
১৫ বছরের বৈবাহিক সম্পর্ক, ১৪ বছরের একটি কন্যা সন্তান - স্বামীর অবৈধ সম্পর্কের জেরেই কী প্রাণ দিতে হলো আসমাতারা খাতুন কে? এমনই লিখিত অভিযোগ করলো মেমারি থানার অন্তর্গত তাহেরপুর নিবাসী আসমাতারা খাতুনের বাবা শেখ আব্বাস আলি। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে হাতবাকশা নিবাসী স্বামী সেখ মফিজুল ওরফে মুকুল সেখকে গ্রেপ্তার করে মেমারি থানার পুলিশ।