গোপীবল্লভপুর ২: মাত্র ৮ দিনের কন্যাশিশু হত্যার চেষ্টায় চাঞ্চল্য ছড়াল তালগ্রাম গ্রামে, অবশেষে চিকিৎসার পর বাড়ি ফিরলো সেই কন্যাশিশু
মাত্র আট দিনের কন্যাশিশু হত্যার চেষ্টায় চাঞ্চল্য ছড়াল ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার তালগ্রাম গ্রামে। অভিযোগ, শনিবার ওই গ্রামে এক ঠাকুমা নিজের নাতনিকে দুধের সঙ্গে কিটনাশক বিষ মিশিয়ে খাইয়ে হত্যার চেষ্টা করেন। দ্রুত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে সেই কন্যাশিশু।সুস্থ হয়ে কন্যা শিশুটি বাড়ি ফিরতে খুশি পরিবারের সদস্য ও গ্ৰামবাসীরা।