পূর্ব মেদিনীপুর জেলার এগরা মহকুমা কংগ্রেসের পক্ষ থেকে সাধারণ মানুষের ১৫ দফা দাবির ভিত্তিতে এগরা মহকুমা শাসকের নিকট প্রতিনিধিত্ব মূলক দাবী সনদ পেশ করা হয়।এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি মানস করমহাপাত্র, পূর্ব মেদিনীপুর-২ সাংগঠনিক জেলা কংগ্রেসের অসংগঠিত শ্রমিক ও এমপ্লয়িজ কংগ্রেসের চেয়ারম্যান সাধনকান্তি উত্থাসনী, এগরা মহকুমা কংগ্রেসের সভাপতি আল্পনা পট্টনায়ক,এগরা-১নং ব্লক কংগ্রেসের সভাপতি অমিতাভ জানা, এগরা শহর কংগ্